Sunday, May 20, 2012

মেয়েদের চুল ছোট করে কাটা যাবে কি ?

আমাদের এক বোন প্রশ্ন করেছেন, মেয়েদের চুল ছোট করে কাটা যাবে কি ?

[যদিও এই ব্যাপারে আমাদের সরাসরি কোন হাদিস জানা নাই তবে একটি ইংরেজী ওয়েব সাইট থেকে অনুবাদ করে জবাব দেয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি আমাদের। আল্লাহ্‌ সর্বজ্ঞ।]

উত্তরঃ আলেমগণ মেয়েদের চুল ছোট করে কাটা নিষিদ্ধ করেছেন ২ টি হাদিসের বক্তব্যকে সামনে রেখে-

১) অমুসলিম দের অনুসরণ করা
২) ছেলেদের সাদৃশ্য ধারণ করা

১ম হাদিসঃ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে।
[আবূ দাউদ, ৪০৩১]

অমুসলিম নারীরা চুল ছোট রাখে। তাই তাদের অনুসরণ করা নিষিদ্ধ।

২য় হাদিসঃ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওইসব নারীদের লা'নত করেন যারা পুরুষের সাদৃশ্য গ্রহন করে এবং ওইসব পুরুষদের লা'নত করেন যারা নারীদের সাদৃশ্য গ্রহন করে।
[বুখারী, ৭/২০৫]

চুল ছোট রাখা মেয়েদের পুরুষের সাদৃশ্যপূর্ণ মনে হয়। তাই এটাও ইসলাম সমর্থন করে না।

তবে উপরের কারণ দুটি ছাড়া মেয়েরা তাদের চুলের বিভিন্ন রোগের কারণে চুল কিছুটা ছোট করতে পারে। তাছাড়া বিবাহিত মেয়েরা তাদের স্বামী'র অনুমতি নিয়ে চুল কিছুটা ছোট করতে পারে। তবে তা যেন পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। এক্ষেত্রে স্বামীর কোন আদেশ আল্লাহ্‌ ও তাঁর রাসূল (সা) এর আইনের উপর প্রধান্য দেয়া যাবে না।

সর্বশেষ, মেয়েদের চুল ছোট করা ইসলাম সমর্থন করে না, শুধুমাত্র কিছু রোগের কারণ ছাড়া। আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।

No comments:

Post a Comment