Sunday, May 20, 2012

হাদিস

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যার আল্লাহ্‌ এবং পরকালের উপর বিশ্বাস আছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। [বুখারী, ৬০১৮/মুসলিম, ৪৭]

আবু হুরায়রা [রা] থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম) বলেছেনঃ [দুনিয়ার ব্যাপারে] তোমরা তোমাদের চেয়ে যে ব্যক্তি নিচের স্তরের তার দিকে তাকাবে। তোমাদের চেয়ে যে ব্যক্তি উপরের স্তরের তার দিকে তাকাবে না। এতে তোমাদের উপর আল্লাহর যে নেয়ামতসমূহ আছে তা তুচ্ছ মনে হবে না। [তিরমিযী-২৫১৫] 

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
যে শরীর হারাম (উপার্জন ভোগ) দ্বারা লালিত ও বিকশিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবেনা।
[বায়হাকি, মিশকাত ২৬৬৭]

তিনি আরোও বলেন,
আল্লাহ উত্তম-পবিত্র। তিনি উত্তম এবং পবিত্র (পন্থা ও বস্তু) ছাড়া গ্রহণ করেন না। তিনি মুমিনদের সেই নির্দেশই দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন রসূলগণকে। তিনি তাদের বলেছেন : ‘হে রসূলরা! তোমরা উত্তম ও পবিত্র জীবিকা আহার করো, ভোগ করো এবং আমলে সালেহ করো।’ তিনি আরো বলেছেন : ‘হে মুমিনরা! আমার প্রদত্ত উত্তম ও পবিত্র জীবিকা ভোগ-আহার করো।’ অতপর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন : দেখো, এক ব্যক্তি দূর দুরান্ত সফর করে আসে। তার চুল এলোমেলো, দেহ ধূলোমলিন। সে হাত উঠিয়ে প্রার্থনা করে : ‘হে প্রভু, হে প্রভু!’ অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম (অর্থাৎ হারাম উপার্জনের), হারাম উপার্জনই সে ভোগ করে। কী করে কবুল হবে তার দোয়া?
[সহীহ মুসলিম, মিশকাত ২৬৪০]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আক্ষেপ করে বলেন, যার হাতে আমার প্রাণ, তাঁর কসম ! যদি তাদের কেউ জানে যে মসজিদে এসে নামাযে শরীক হলে সে একটি মাংসল হাড় বা ছাগলের ২টি ভালো খুর পাবে তাহলে অবশ্যই সে নামাযের জামায়াতে হাজির হবে।  [বুখারী, ৬৪৪] 

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ব্যক্তির কিছু উপকার বা ভালো করা হয় এবং এর জবাবে সে যদি উপকারকারীকে 'জাযাকাল্লাহু খাইরান' (আল্লাহ্‌ তোমাকে ভালো প্রতিদান দিন) বলে তবে সে পুরোপুরি ঐ ব্যক্তির প্রশংসা ও প্রতিবদল দান করল। [তিরমিযী, রিয়াদুস স্বালিহিন ১৪৯৬]

No comments:

Post a Comment