Monday, May 28, 2012

রাস্তার কষ্টদায়ক বস্তু দূর করার ফযীলতঃ


আয়িশা (রা) হতে বর্ণীতঃ

রাসূল (সা) বলেছেনঃ যে ব্যক্তি মানুষের চলাচলের পথের একটি গর্ত বন্ধ করে আল্লাহ্‌ জান্নাতে তাঁর জন্য একটি ঘর তৈরি করবেন এবং তাঁর সম্মান বৃদ্ধি করবেন।
  সিলসিলাহ সহীহাহ, হাদীস ১৮৯২

আনাস (রা) হতে বর্ণীতঃ  তিনি বলেন, একটি গাছের কারণে লোকজনের চলাচলে অসুবিধা হতো। এই অবস্থা দেখে এক লোক এসে গাছটিকে লোকজনের চলাচলের পথ থেকে সরিয়ে ফেললো।
আনাস (রা) বলেন, রাসূল (সা) বলেছেনঃ আমি ঐ ব্যক্তিকে জান্নাতের ছায়ায় ঘোরাফেরা করতে দেখেছি।
সহীহ আত-তারগীব, হাদীস ২৯৭৭

No comments:

Post a Comment