Sunday, May 20, 2012

অসুস্থতা'র মধ্যে আমাদের জন্য কোন সুসংবাদ আছে কি ?

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখনই কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তিনি তার জন্য আল্লাহ্‌র কাছে দোয়া করতেন এবং তাকে সুসংবাদ দিতেন।

যেমন একজন মহিলা সাহাবী (রা) বলছেন, একদা আমি অসুস্থ হয়ে পড়লে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার সেবা শুশ্রূষা করতে এসে বলেন, হে উম্মু আলা, তুমি সুসংবাদ গ্রহন করো। কেননা, মুসলমানদের অসুখের কারণে আল্লাহ্‌ তাআলা তাদের গুনাহ্‌ সমূহ এমন ভাবে দূর করে দেন যেমন ভাবে আগুন সোনা-রূপার মধ্যেকার ভেজাল দূর করে দেয়।

[আবূ দাউদ, ৩০৭৯]

No comments:

Post a Comment