Sunday, May 20, 2012

বৃষ্টি আমাদের জন্য বরকতময়

আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, "আর আকাশ হতে বর্ষণ করি বরকতপূর্ণ বারিধারা"  [সূরা ক্বাফ, আয়াত- ৯]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দুই সময়ের দোয়া কখনও প্রত্যাখ্যাত হয় না, আযান শেষের পর এবং বৃষ্টির সময়। [হাকেম, ২/১১৪ আবূ দাঊদ, ২৫৪০]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টি হলেই তাঁর দাসী কে বলতেন, আমার ঘোড়ার জিন এবং কাপড়-চোপড় বের করে বৃষ্টিতে দাও। (যেন রহমতের বৃষ্টি এর উপর পড়তে পারে) এবং তিনি উপরের (সূরা ক্বাফ, আয়াত-৯) আয়াতটি পাঠ করতেন। [আদাবুল মুফরাদ, হাদিস নং ১২৪৫]

No comments:

Post a Comment