Sunday, May 20, 2012

মাজারে গিয়ে দোয়া

অনেক ভাই বলে থাকেন, মাজারে গিয়ে দোয়া করলে শিরক হয় না কারণ, আমরা তো আল্লাহ্‌র কাছেই দোয়া করছি।

তাদের উত্তরে বলতে চাই, ধরুন আমি দুর্গা পূজা মন্ডপে গিয়ে সিজদা দিয়ে দোয়া করলাম তাহলেও তো শিরক হবে না, কারণ আমি তো আল্লাহ্‌র কাছেই দোয়া করছি।

যারা বলেন মাজারের বুজুর্গ ব্যক্তির অছীলায় আমাদের দোয়া তাড়াতাড়ি কবুল হবে, তাদের বলতে চাই, নবী (সা) এর চেয়ে সম্মানিত তো আর কেউ নেই তাহলে কেন তাঁর সাহাবীরা তাঁর মৃত্যুর পর তাঁর কবরে গিয়ে দোয়া চাইলেননা ? তাঁর কবরকে কেন মাজার বানালেন না ?

অনেকে বলেন, কবর যিয়ারত করা সুন্নাত। এতে নিষেদ নাই। আমিও তাদের সাথে একমত। কিন্তু মাজার যিয়ারত আর কবর যিয়ারত কি এক ? নিজেদেরকে মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য কেউ কি মাজার যিয়ারত করে ? নাকি কিছু পাওয়ার আশায় মাজার যিয়ারত করে ? কিছু পাওয়ার আশা থাকলে মাজারে এসে দোয়া করা কেন শিরক হবে না ?

আমরা জানি এসব কথা লিখলে অনেক ভাই আমাদের গালাগালি করবেন। এটাই স্বাভাবিক। কারণ শয়তান চায় না মানুষ শিরকের পথ থেকে ফিরে আসুক। তবে আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য আমরা এসব লিখেই যাব।

সর্বশেষ একটি হাদিস-
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা কবর যিয়ারত করো কারণ এটি তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
[নাসাঈ, ২০৩৮]

No comments:

Post a Comment