Sunday, May 20, 2012

২ ওয়াক্তের নামায বিশেষ গুরুত্বপূর্ণ

একদিন পূর্ণিমার চাঁদের প্রতি দৃষ্টি করে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপস্থিত সাহাবাগণকে বললেন, তোমরা আল্লাহ্‌ তাআলা কে এইরূপ স্পষ্ট রূপে দেখতে পাবে যেমন এই পূর্ণিমার চাঁদ কে দেখছ। কোনরূপ ভীড় বা কোলাহল ব্যতীতই দেখতে পাবে। কিন্তু এই নেয়ামত হাসিলের জন্য সূর্য উদয় এবং অস্তের পূর্ববর্তী (ফজর ও আছর) নামাযদ্বয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে (অর্থাৎ এই ২ ওয়াক্তের নামাযে কখনও গাফিলতি করা যাবে না)।

[বুখারী, ৫৫৪]

No comments:

Post a Comment