Sunday, May 20, 2012

মেয়েকে বিয়ে দেয়ার আগে পিতা-মাতার জন্য তাদের মেয়ের সম্মতি গ্রহন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কোন বিধবা নারী কে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কোন কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ (সা), কেমন করে তার অনুমতি নেব ? তিনি বললেন, তার চুপ করে থাকাটাই তার অনুমতি।  [বুখারী, ৪৭৬০]

অন্য এক হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, নিশ্চই কুমারী মেয়েরা লজ্জাশীলা (হয়ত তারা মুখে সম্মতি দিতে লজ্জা পাবে)। তার চুপ করে থাকাটাই তার সম্মতি। [বুখারী, ৪৭৬১]

No comments:

Post a Comment