Saturday, September 10, 2011

Hadith

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, বনী ইসরাঈলরা বাহাত্তর দলে বিভক্ত হয়ে পড়েছিল আর আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে। তাদের মধ্যে একটি দল ছাড়া আর সব দলই জাহান্নামী হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সেই একটি দল কারা ? তিনি বললেন, তারা হচ্ছে সেই লোক যারা অনুসরণ করবে আমার এবং আমার সাহাবীদের আদর্শ। [তিরমিযী, ২৬৪১]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কাজ নিয়তের সাথে সম্পর্কিত। এবং প্রত্যেক মানুষের প্রাপ্য তার নিয়ত অনুযায়ী। [বুখারী, ৫২]

আবূ কাতাদা ইব্‌ন রিব'আ আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু'রাকআত সালাত (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার আগে বসবে না। [সহীহ বুখারী, হাদিস নং ১০৯৪]

বুরায়দা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিলো সে কুফরী করল। [নাসাঈ শরীফ ৪৬৪]

উযু করার আগে 'বিস্‌মিল্লাহ্‌' বলতে আমরা অনেকেই ভুলে যাই আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ঐ ব্যক্তির নামায আদায় হয় না যে সঠিক ভাবে উযু করে না এবং ঐ ব্যক্তির উযু হয় না যে আল্লাহ্‌র নাম স্মরণ করে না (অর্থাৎ বিস্‌মিল্লাহ্‌ বলে না)। [বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, জুমু'আর দিন তোমরা আমার উপর বেশী বেশী দরূদ পড়। কেননা তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়। [নাসাঈ শরীফ]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তাদের চেহারা অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোটটি কুকড়ে মাথার মাঝ বরাবর চলে যাবে, আর নিচের ঠোটটি ঝুলে পড়ে নাভিতে গিয়ে বাড়ি খাবে। [তিরমিযী, ২৫৮৮]

ঈদুল ফিত্‌রের দিন বের হওয়ার আগে আহার করা সুন্নাত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদুল ফিত্‌রের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক রেওয়ায়াতে আনাস (রা) নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি খেজুর বেজোড় সংখ্যক খেতেন। [বুখারী, ৯০৫]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদের সালাত আদায়ের জন্য এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতেন। [বুখারী, মুসলিম]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদ সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য উৎসবের ব্যবস্থা আছে। আর এটা (ঈদ) হচ্ছে আমাদের উৎসবের দিন। [মুসলিম, ১৯৩৮ অংশবিশেষ]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, যে ব্যক্তি ক্বদরের রাত অনুসন্ধান করতে চায় সে যেন (রামাদানের) শেষ দশকে তা অনুসন্ধান করে। [মুসলিম, ২৬৩২]

No comments:

Post a Comment