Saturday, September 10, 2011

গোসল

আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন জানাবাতের অবস্থায় (গোসল ফরজ হলে) ঘুমানোর ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে সালাতের উযুর মত উযু করে নিতেন। [বুখারী, ২৮৪]

মায়মূনা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সালাতের উযুর ন্যায় উযু করলেন, অবশ্য পা দুটো ছাড়া এবং তাঁর লজ্জাস্থান ও যে যে স্থানে নাপাক লেগেছে তা ধুয়ে নিলেন। তারপর নিজের উপর পানি ঢেলে দেন। তারপর সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন। এই ছিলো তাঁর জানাবাতের* গোসল। [বুখারী, ২৪৭]

গোসলের পর উযু করার প্রয়োজন আছে কি ? ইসমাঈল ইব্‌ন মুসা (র)......আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গোসলের পর উযু করতেন না। [তিরমিযী, ১০৭] ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, হাদিসটি হাসান ও সহীহ্‌।

No comments:

Post a Comment