Monday, January 23, 2012

হাদিস

আবু বাকরা [রাযি] থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার বললঃ হে আল্লাহর রাসূল! লোকদের মধ্যে সবচেয়ে ভাল কে?
তিনি [রাসূল সাঃ] বললেনঃ যা জীবন দীর্ঘ হয় এবং আমল হয় নেক।
লোকটি বললঃ সবচেয়ে মন্দ লোক কে?
তিনি [রাসূল সাঃ] বললেনঃ যার জীবন হয় দীর্ঘ এবং আমল হয় খারাপ। {তিরমিযী-২৩৩৩}
 
রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:  "যে ব্যাক্তি জুমু'আর দিন, নাপাকি থেকে পাক হওয়ার জন্য যেমন গোসল করা হয়,  তেমনি ভালোভাবে গোসল করে, তারপর "প্রথম সময়ে"  (জুমু'আর নামাজের জন্য) মসজিদে যায় ;  সে যেন ১ টি উট আল্লাহর পথে কুরবানী করল ॥
অতঃপর যে ব্যাক্তি মসজিদে যায়;  সে যেন ১ টি গরু আল্লাহর পথে কুরবানী করল ॥
অতঃপর যে ব্যাক্তি মসজিদে যায়;  সে যেন ১ টি শিং ওয়ালা মেষ আল্লাহর পথে কুরবানী করল ॥
অতঃপর যে ব্যাক্তি মসজিদে যায়;  সে যেন ১ টি মুরগী আল্লাহর পথে দান করল ॥
অতঃপর যে ব্যাক্তি মসজিদে যায়;  সে যেন আল্লাহর পথে ১ টি ডিম দান করল ॥
যখন ইমাম বের হন (তার হুজরা থেকে), তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য হাজির হয়ে যান এবং (অতঃপর ফেরেশতাগন কর্তৃক পর্যায়ক্রমে আগত মুসল্লীদের নাম লিপিবদ্ধকরন বন্ধ করে দেয়া হয়)"
[বুখারী, মুসলিম]
 
আয়িশা (রাদিআল্লাহু'আনহু) থেকে বর্ণিত , তিনি বলেন , নবী (সাল্লাল্লাহু'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : সঠিক কর্তব্য নিষ্ঠ এবং মধ্যম পন্থা অবলম্বন কর ও সুসংবাদ দাও। কেননা স্বীয় আমলের দ্বারা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা। সাহাবীগণ বললেন : আপনিও না ইয়া রাসুলাল্লাহ ! তিনি বললেন , আমিও না , তবে আল্লাহ্ আমাকে তাঁর রহমত এবং মাগফিরাত দ্বারা ঢেকে রেখেছেন। (বুখারী , হাদীস নং ৬৪৬৭)

No comments:

Post a Comment