Tuesday, January 31, 2012

হাদিস

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-হে যুবক সম্প্রদায়! তোমাদের মাঝে যাদের সামর্থ আছে তারা বিয়ে করে ফেল। আর যাদের সামর্থ নাই তারা রোযা রাখ। এটাই তোমাদের জন্য হবে উত্তেজনা নিরোধক।

[বুখারী শরীফ, হাদিস নং-৪৭৭৯, সহীহ মুসলিম, হাদিস নং-৩৪৬৪, মুসনাদে আহমাদ, হাদিস নং-৪০২৩, মুসনাদুল বাজ্জার, হাদিস নং-১৪৭৬, মুসনাদুল হুমায়দী, হাদিস নং-১১৫, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং-১৬১৫৫, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং-১০৩৮০, মুসনাদে আসাকীর, হাদিস নং-১০৩৮০, সুনানে নাসায়ী, হাদিস নং-৫৩১৯, সুনানে দারেমী, হাদিস নং-২১৬৬, সুনানে তিরমিযী, হাদিস নং-১০৮১]
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: আল্লাহ তা‘আলা জমিন তাঁর হাতের মুঠোয় গ্রহণ করবেন, আর আসমান তার ডান হাতে মুড়িয়ে নিবেন, অতঃপর বলবেন: আমিই বাদশাহ, দুনিয়ার বাদশাহরা কোথায়?”। [বুখারি, মুসলিম ও ইব্‌ন মাজাহ]
ইবনে উমার [রাঃ] কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ [সাঃ] বলেছেন, "মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়ে দেবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের কোন এক বিপদ দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন করবে, আল্লাহ কিয়ামতে তার দোষ-ত্রুটি গোপন করবেন।" [সহীহুল বুখারী ২৪৪২, মুসলিম ২৫৮০, তিরমিযী ১৪২৬, নাসায়ী ৪৮৯৩, আহমাদ ৫৩৩৪, ৫৬১৪]
 
 
 
 

No comments:

Post a Comment