Wednesday, December 21, 2011

হাদিস

“আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুল (সা) বলেছেন, ঘরে বা বাহিরে একা নামায আদায় করার থেকে পঁচিশ গুন বেশী সওয়াব পাওয়া যায় জামাতের সহিত নামায আদায় করলে। যদি কেউ সঠিক ভাবে পাক পবিত্র হয়ে দৃঢ় সংকল্পে মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে রওনা করে তাহলে তার প্রতি কদমে কদমে তার জন্যে সওয়াব লেখা হয় এবং গুনাহের তালিকা থেকে একটি একটি করে গুনাহ কেটে দেওয়া হয়। আর যতক্ষণ সে নামায পড়বে ততক্ষণই ফেরেশতারা আল্লাহ্‌ রাব্বুল আলামীনের কাছে তার ওপর রহমতের ও ক্ষমার জন্য দোয়া করে। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ্‌, আপনি তার ওপর রহমত বর্ষণ করুণ, দয়া করুণ, ক্ষমা করুণ। আর যে ব্যক্তি নামাযের জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে অপেক্ষা করে তার জন্যেও এটি প্রযোজ্য”। [বুখারী, বই-১, খন্দ-১১, হাদিস-৬২০]
 
 

No comments:

Post a Comment