Wednesday, December 7, 2011

হাদিস

দুটি ক্ষুধার্ত বাঘকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে ততটুকু ক্ষতিসাধন করতে পারে না,যতটুকু মানুষের মাল সম্পদ এবং সম্মান লাভের আকাঙ্খা করা তার দ্বীনের পক্ষে ক্ষতিকর।(তিরমিজি,দারেমি,আহমদ,মুসলিম,আবু দাউদ,মিশকাত)
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সালাতে আসমানের দিকে তাকাতে কঠোরভাবে নিষেদ করেন, এবং বলেন তারা যেন থেকে বিরত থাকে অন্যথায় তাদের দৃষ্টিশক্তি কেঁড়ে নেয়া হবে
[
বূখারী, ৭১৪ ইঃফাঃ]

...
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সালাতে এদিক ওদিক তাকানো সম্মন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা এক ধরণের ছিনতাই যার দ্বারা শয়তান বান্দার সালাতের অংশবিশেষ কেঁড়ে নেয়।
[
বুখারী, ৭১৫ ইঃফাঃ]

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা যখন সালাত আদায় করবে তখন এদিক ওদিক তাকাবে না কেননা বান্দা যতক্ষন এদিক ওদিক না তাকায় ততক্ষন পর্যন্ত আল্লাহ্তাঁর চেহারাকে বান্দার চেহারার প্রতি নিবন্ধ রাখেন।
[
তিরমিযী]

হযরত আবু উসামা [রাযি] থেকে বর্ণিত, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেন, দুটো ফোঁটা এবং দুটো চিহ্ন থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কিছু নেই
( ফোটা দুটো হল,) আল্লাহর ভয়ে রোদনের অশ্রুফোটা এবং আল্লাহর পথে প্রবাহিত রক্তের ফোটা।
আর দুটো চিহ্ন হল, আল্লাহর পথে (আঘাতের) চিহ্ন এবং আল্লাহর নির্দ্ধারিত কোন ফরজ ইবাদত আদায়ের চিহ্ন। {তিরমিযী-১৬৭৫}

 

No comments:

Post a Comment