Sunday, December 18, 2011

হাদিস

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন- দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য স্বর্গ। {মুসলিম শরীফ, হাদিস নং-৭৬০৬}
 
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমল বন্ধ হবেনা-১. সদকায়ে জারিয়া ২. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়। ৩. নেক সন্তান যে তার জন্য দুয়া করে। (সুনানে আবু দাউদ, হাদিস নং-২৮৮২, মুসলিম শরীফ, হাদিস নং-৪৩১০, মাশকিলুল আসার লিত তাহাবী, হাদিস নং-২১৩)
 
হযরত আনাস রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-"মুমিনের জন্য আসমানে দু'টি প্রবেশ দ্বার থাকে। একটি দিয়ে তার আমল উঠে, আর একটির মাধ্যমে তার রিজিক অবতীর্ণ হয়। যখন সে মৃত্যুবরণ করে তখন উভয় প্রবেশদ্বার তার জন্য ক্রন্দন করে। আল্লাহ পাক কুরআন শরীফে এটাই বলেছেন যে, -"কাফেরদের জন্য আসমান জমিন ক্রন্দন করেনা এবং তারা সময়ের সুযোগপ্রাপ্তও হবেনা"। (তিরমিযী শরীফ, হাদিস নং-৩২৫৫)
 
 
 
 

No comments:

Post a Comment