Monday, September 3, 2012

মা

•রাসূল (সা:) বলেছেনঃ বেহেশ্ত হচ্ছে মায়েদের পায়ের নিচে।
কানযুল উম্মালঃ ৪৫৪৩৯, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ৬১৪


• রাসূলে কারিম (সা) বলেছেনঃ নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর,আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের।
কানযুল উম্মালঃ ৪৪৭৭১, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ২৫৪

•রাসূলুল্লা( স:)বলেন, তিন রকম দোয়া নিসন্দেহে কবুল হয়। 
মজলুমের দোয়া, 
মুসাফিরের দোয়া 
আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।
তিরমিযী

No comments:

Post a Comment