Sunday, October 23, 2011

ধৈর্য্য

হযরত আবু সাইদ খুদরী (রা) বর্ণনা করেন , আনসারদের কতিপয় ব্যত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহায্য চাইল। তিনি তাদেরকে সাহায্য দিলেন। তারা আবার চাইল।তিনি আবারও দান করলেন।এমনকি তার নিকট যা কিছু ছিল ,তা সবই নিঃশেষ হয়ে গেল। এভাবে হাতের সব কিছু দান করার পর তিনি লোকদের বললেন : আমার হাতে যে ধন-মাল আসে তা আমি তোমাদেরকে না দিয়ে সঞ্চয় করে রাখি না। (জেনে রেখো) যে ব্যত্তি পবিত্র থাকতে চায় ,আল্লাহ তাকে পবিত্রই রাখেন। যে ব্যত্তি কারো মুখাপেক্ষী হতে চায় না ,আল্লাহ তাকে স্বাবলম্বী করে তুলেন। যে ব্যত্তি ধৈর্য্য অবলম্বন করতে চায়,আল্লাহ তাকে ধৈর্য্যশীলতা দান করেন। ধৈর্য্য এর চাইতে উত্তম ও প্রশস্ত আর কোন জিনিস কাউকে দেয়া হইনি।
[বুখারী ও মুসলিম] [রিয়াদুস সালেহিন ঃঅনুচ্চেদ ৩ঃ২৬]
 
 
 
 

No comments:

Post a Comment