Thursday, March 15, 2012

অর্থ উপার্জনের ফাযীলত

রাসূল (সা) বলেছেনঃ মানুষ পবিত্র আহার যা গ্রহণ করে তা হচ্ছে নিজের উপার্জিত আহার। আর তাঁর সন্তানও হচ্ছে তাঁর উপার্জিত সম্পদ। ইবনু মাজাহ, হাদীস ২১৩৭
রাসূল (সা) বলেছেনঃ বিধবা ও মিসকিনদের জন্য উপার্জনকারী আল্লাহ্‌র পথে জিহাদরত ব্যক্তির ন্যায় এবং ঐ ব্যক্তির সমতুল্য যে রাতে নফল ইবাদত করে ও দিনে রোযা রাখে।   ইবনু মাজাহ, হাদীস ২১৪০
রাসূল (সা) বলেছেনঃ তোমরা দুনিয়ার সম্পদ উপার্জনে উত্তম পন্থা অবলম্বন করো। কেননা যার জন্য যা সৃষ্টি করা হয়েছে, সে তা পাবেই। ইবনু মাজাহ, হাদীস ২১৪২

No comments:

Post a Comment