Saturday, March 10, 2012

মুসলমানের অধিকার

মুসলমানের উপর অপর মুসলমানের ৬ টি অধিকার......... 
১/ যখন তার সাথে সাক্ষাৎ করবে সালাম দিবে।
২/ যখন দাওয়াত দিবে তা গ্রহণ করবে।
৩/ যখন পরামর্শ চায়, পরামর্শ দিবে।
 ৪/ যখন হাঁচি দিয়ে সে আলহামদুলিল্লাহ্‌ বলবে, তুমি তার জবাব দিবে।
৫/ যখন সে অসুস্থ হবে দেখাশুনা ও সেবা করবে।
৬/ যখন সে মারা যাবে জানাজায় শরীক হবে।  (মুসলিম)

No comments:

Post a Comment