Wednesday, November 16, 2011

হাদিস

হযরত সাওবান [রা] হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ
"কোন মুসলমান যখন তার কোন রোগী মুসলমান ভাইকে দেখতে যেতে থাকে, তখন সে বেহেশতের ফল আহরণ করতে থাকে (অথবা বেহেশতের পথে চলতে থাকে), যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে । {মুসলিম, মেশকাত-১৪৪১}

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণীতঃ
"রাসূল (সা) বলেছেনঃ বৈষয়িক প্রাচুর্য ঐশ্বর্য নয়। বরং প্রকৃত ঐশ্বর্য হল মনের ঐশ্বর্য " ।

সহীহ বুখারী, ১০ম খন্ড, হাদীস ৬০০২
 
 

No comments:

Post a Comment